Advertisement

Responsive Advertisement

গোমতী নদীতে ফুল ভাসাতে গিয়ে তলিয়ে গেল বালক

আগরতলা, ১৩এপ্রিল: রাজ্যের চাকমা জনজাতিদের ঐতিহ্যবাহী উৎসব ফুল বীজু উদযাপন উপলক্ষ্যে গোমতী নদীতে ফুল ভাসাতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল এক বালক। তার নাম বিহান চাকমা (৯), বাবা নয়ন মনি চাকমা। মর্মান্তিক ঘটনা বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ গোমতী জেলার নতুন বাজার থানাধীন নিচচন্দ্র পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে যতন বাড়ি থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোমতী নদীতে তল্লাশি অভিযান চালায়। এলাকাবাসী ও দমকল বাহিনীর টানা সাত ঘন্টার প্রচেষ্টায় নদী থেকে বিহান চাকমার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন করবুক মহকুমা শাসক পার্থ দাস। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ