Advertisement

Responsive Advertisement

ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকদের উপস্থিতিতে উত্তর জেলায় ইলেকশন এক্সপেনডিচার মনিটরিং টিমের সভা অনুষ্ঠিত


ধর্মনগর, ২৩জানুয়ারী : আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন-২০২৩ উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলায় সোমবার ইলেকশন এক্সপেনডিচার মনিটরিং টিমের এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে আয়োজিত এই সভায় জেলাশাসক ও সমাহর্তা তথা জেলা নির্বাচন আধিকারিক নাগেশ কুমার বি, ৫৪-কদমতলা-কুর্তি, ৫৫-বাগবাসা, ৫৬-ধর্মনগর, ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের এক্সপেনডিচার অবজারভার ভারত অন্ধেলি এবং ৫৮-পানিসাগর, ৫১-পেঁচারাল, ৬০-কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের এক্সপেনডিচার অবজারভার রাজকুমার আর মাকওয়ানা উপস্থিত ছিলেন। সভায় জেলা নির্বাচন আধিকারিক নাগেশ কুমার বি উত্তর ত্রিপুরা জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সবাইকে অবহিত করেন। এক্সপেনডিচার অবজারভারগণ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারসহ নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আধিকারিকদের যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে গুরুত্ব আরোপ করেছেন।
এদিনের সভায় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারগণ, জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ