Advertisement

Responsive Advertisement

বিজেপি ওবিসি মোর্চার উত্তর জেলা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত



ধর্মনগর, ২০ নভেম্বর : আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকারকে সামনে রেখে ভারতের জনতা ও বি সি মোর্চার উত্তর জেলা ভিত্তিক ওবিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর জেলার অন্তর্গত দেওছড়া এলাকার নেতাজি সুভাষচন্দ্র বসু কমিউনিটি হলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী এবং প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা, ওবিসি মোর্চার জেলা সভাপতি প্রদীপ দেবনাথ, যুবরাজ নগর মন্ডল সভাপতি কিরন শঙ্কর দেবনাথসহ অনেক নেতৃত্ব।
এদিনের এই কর্মসূচিতে নেতৃত্বের পাশাপাশি কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা আলোচনা করেন বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ওবিসি অংশের মানুষের জন্য কি কি কাজ করছে। পাশাপাশি এই কমিউনিটির মানুষের কল্যাণে আগামী দিনে কি কি করা প্রয়োজন এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। দেশ এবং সমাজ গঠনের কাজে ওবিসি সম্প্রদায় ভক্ত মানুষদের আরো ব্যাপকভাবে এগিয়ে আসার আহ্বান রাখা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ