আগরতলা, ২০ নভেম্বর : পুরাতন আগরতলা কৃষি মহকুমার অন্তর্গত পূর্ব নোয়াগাঁও এলাকার বাসিন্দা নান্টু দেবনাথ স্থানীয় চাষীদের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন, কারণ তার হাত ধরেই এই এলাকায় ফুল চাষ শুরু হয়েছে। তাকে দেখে এলাকার অন্যান্য চাষীরা ফুল চাষ শুরু করেছেন।
নান্টু দেবনাথ জানান, ২০০৯ সাল এলাকায় যখন কেউ ফুল চাষের কথা চিন্তাও করতে পারেনি, তখন তিনি ফুল চাষ শুরু করেন। গাঁদা ফুল দিয়ে প্রথম সূচনা করলেও এখন তিনি গোলাপ, জারবেরা, এনথুরিয়াম, চন্দ্রমল্লিকা ডালিয়া সহ নানা জাতের ফুল চাষ করছেন। তিনি আরো জানান একজন সফল ফুল চাষী হয়ে ওঠার ক্ষেত্রে তাকে সহায়তা করেছে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, তাদের সহযোগিতা ছাড়া তিনি এই জায়গায় পৌঁছতে পারতেন না। ফুল চাষের জন্য দুটি সেড, জল সেচের মেশিন, মিনি পাওয়ার টিলার সহ আরো নানা ভাবে সরকারের তরফে তাকে সহযোগিতা করা হয়। এবছরও ফুল চাষের ব্যতিক্রম নেই। খোলা মাঠে নানা জাতের গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ইত্যাদি লাগিয়েছেন এবং সেডের ভেতরে জারবেরা, এনথুরিয়াম ফুল গাছ লাগিয়েছেন। সেপ্টেম্বর মাস নাগাদ গাঁদা গাছ লাগিয়ে ছিলেন, এগুলো থেকে এখন নিয়মিত ফুল সংগ্রহ করে বিক্রি করছেন। আগরতলা সহ আশেপাশের এলাকার বাজারগুলোতে পাইকারি মূল্যের তার বাগানের ফুল বিক্রি করেন বলে জানান। ভালো দামে ফুলগুলো বিক্রি হচ্ছে। গত বছর তিনি প্রায় পাঁচ লক্ষ টাকার ফুল বিক্রি করেছিলেন এবছরও ন্যূনতম সমপরিমাণ ভাতার চেয়ে বেশি পরিমাণ টাকার ফুল বিক্রি করবেন বলে আশা করছেন।
0 মন্তব্যসমূহ