আগরতলা, ১৬ নভেম্বর: দেশব্যাপী উদযাপিত ইয়াং বার্ডার্স মান্থ (YBM)-এর অংশ হিসেবে রবিবার আগরতলার এমবিবি কলেজ লেকে আয়োজন করা হয় বিশেষ ‘মর্নিং উইথ বার্ডস’ নামের পাখি-পর্যবক্ষণ কর্মসূচি। এদিন সকাল ৬:৩০ থেকে ৯:০০টা পর্যন্ত চলা এই বর্ণিল অনুষ্ঠানে মোট ৩০ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিলেন ১৪ জন শিশু, ৪ জন তরুণ অংশগ্রহণকারী। পাশাপাশি তাদের অভিভাবকেরা ছিলেন।
ইয়াং বার্ডার্স মান্থ (YBM) হলো এক মাসব্যাপী জাতীয় উদযাপন, যা নেতৃত্ব দিচ্ছে বেঙ্গালুরু-ভিত্তিক নেচার কনজারভেশন ফাউন্ডেশন (NCF)-এর নেচার এডুকেশন শাখা ‘আর্লি বার্ড’। এ মাসেই (১২ নভেম্বর) ভারতের বিখ্যাত পক্ষিবিদ ‘বার্ডম্যান অব ইন্ডিয়া’ ড. সালীম আলি'র জন্মবার্ষিকী হওয়ায়, তাকে স্মরণ করেই দেশজুড়ে নভেম্বর মাসে এই উদযাপন অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের লক্ষ্য শিশুদের মধ্যে পরিবেশ-সচেতনতা গড়ে তোলা, যাতে তারা পাখিদের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য ও বন্যপ্রাণীর গুরুত্ব বুঝতে পারে। আগরতলায় আয়োজিত এই হাঁটায় শিশুদের প্রকৃতির কাছাকাছি আনা এবং অভিভাবকদের সম্পৃক্ত করে ভবিষ্যতে আরও প্রকৃতি-ভিত্তিক শিক্ষার প্রতি উৎসাহিত করাই ছিল প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. দীপক সিনহা, সহকারী অধ্যাপক, কলেজ অব অ্যাগ্রিকালচার, ত্রিপুরা ও বার্ড কাউন্ট ইন্ডিয়ার রিজিওনাল কো-অর্ডিনেটর, এবং রাজ্যের অভিজ্ঞ পাখিপ্রেমী দীপঙ্কর দেব। অংশগ্রহণকারীরা নানা রকম পাখির দেখা পান, যার মধ্যে ছিল পাতি সরালি হাঁস, মাছরাঙা, বেনেবৌ, বসন্ত বৌরি, টিয়া পাখি এবং বটকোল—যা শিশুদের মধ্যে গভীর উত্তেজনা ও আনন্দ সৃষ্টি করে।
এছাড়াও শিশুদের জন্য আয়োজন করা হয় ‘হেরন অ্যান্ড স্নাইপ’ ও ‘বার্ড হুইস্পার’-এর মতো আকর্ষণীয় খেলা, যা তাদের শেখা ও আনন্দ দুটোই বাড়িয়ে তোলে।
অভিভাবকদের উৎসাহী অনুরোধের প্রেক্ষিতে আয়োজকেরা ভবিষ্যতেও এ ধরনের প্রকৃতি-ভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের পরিকল্পনা করছেন।
0 মন্তব্যসমূহ