Advertisement

Responsive Advertisement

চারিপাড়া গ্রাম পঞ্চায়েতে মাঠ পরিদর্শন ও গ্রামসভায় মিলিত জেলা শাসক






আগরতলা, ২ জানুয়ারি: পশ্চিম জেলার জেলাশাসক ডা বিশাল কুমার শুক্রবার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুকলি আরডি ব্লকে একটি মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনের পর স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে একটি গ্রামস্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক গ্রামবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা ও পরিষেবা প্রদান সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেন। স্থানীয় মানুষের কাছ থেকে পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা প্রকল্পসহ নানা বিষয়ে অভিযোগ ও দাবি শোনা হয়।
জনগণের অভিযোগ ও সমস্যাগুলি গুরুত্ব সহকারে শোনার পর সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন জেলাশাসক। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক পরিষেবার সঠিক ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
জেলা শাসক ডা বিশাল কুমার বলেন, প্রশাসনের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় স্তরে সমস্যার দ্রুত সমাধান করা। এ ধরনের মাঠ পর্যায়ের পরিদর্শন ও গ্রামসভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ