Advertisement

Responsive Advertisement

এঞ্জেল চাকমার হত্যার ইস্যুতে জাতীয় মহিলা ফেডারেশন বিক্ষোভ প্রদর্শন


আগরতলা, ২ জানুয়ারি : দেরাদুনে ত্রিপুরার কৃতি ছাত্র এঞ্জেল চাকমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, ঘৃণার বিরুদ্ধে আজ আগরতলায় সারা ভারত যুব ফেডারেশন (AIYF), সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) এবং ভারতের জাতীয় মহিলা ফেডারেশন (NFIW) এক বিক্ষোভ প্রদর্শন।
বিক্ষোভ প্রদর্শন আওয়াজ তোলা হয় এঞ্জেল চাকমার হত্যার সুষ্ঠ তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং বিজেপি আরএসএস'এর ধর্মান্ধ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে তীব্র লড়াই সংগঠিত করা। বিক্ষোভ প্রদর্শন AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত বলেন, এঞ্জেল চাকমার এই হত্যা সারা দেশে বিজেপি আরএসএস'এর ঘৃণার রাজনীতির প্রতিফলন। এই হিংসার রাজনীতির বিরুদ্ধে তীব্র লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে। শুধু মাত্র ক্ষতিপূরণ প্রদান করে এঞ্জেল চাকমার হত্যার বিচার হবে না, এঞ্জেল চাকমা তখনই বিচার পাবে যখন এই সমাজ ব্যবস্থা থেকে হিংসা ঘৃণা ধর্মান্ধ রাজনীতির বীজকে উপরে ফেলা হবে। বিক্ষোভ প্রদর্শন এছাড়াও উপস্থিত ছিলেন AISF রাজ্য সভাপতি শুভদীপ মজুমদার, AISF রাজ্য সম্পাদক সায়ন পাল, AIYF নেত্রী সুস্মিতা নন্দী সহ অন্যান্যরা।
সন্ধ্যায় এঞ্জেল চাকমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোম বাতি প্রজ্জলন করা হয়।

 এদিকে আজ ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের(NFIW) ডাকে এমএন-রেগার নাম বাতিল করে নতুন নামাঙ্কিত বিভি-জি রাম জি আইন প্রত্যাহার করার দাবিতে এক বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন হয়।
বিক্ষোভ প্রদর্শন আওয়াজ তোলা হয় এমএন-রেগা নামটি পুনরায় রেখে এই নতুন প্রনীত বিভি-জি রাম জি আইনটি বাতিল করতে হবে। বিক্ষোভ প্রদর্শনে NFIW রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস বলেন এই নতুন প্রনীত বিভি-জি রাম জি আইনটি সম্পূর্ণ শ্রমিক বিরোধী। এই আইনের ফলে গ্রামে শ্রমজীবীরা বিশেষ করে মহিলা শ্রমিকরা কাজ হারাবেন। শ্রমিকদের কোন কাজের গ্যারান্টি এই আইনে লিপিবদ্ধ নেই। এটি মোদী সরকারের আরেকটি জুমলা। তাই পুনরায় এমএন-রেগা নামটি রেখে পুরানো আইনটিই যেন কার্য্যকর হয় এবং নতুন আইন বিভি-জি রাম জি আইনটি যেন দ্রুত বাতিল করা হয়। 
বিক্ষোভ প্রদর্শন এছাড়াও উপস্থিত ছিলেন NFIW রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি, NFIW নেত্রী মমতাজ বেগম,জয়ন্তী সরকার, উর্মি বোস সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ