Advertisement

Responsive Advertisement

রক্তের কোনো ধর্ম নেই, রক্ত দেওয়ার চেয়ে বড় কিছু নেই: মুখ্যমন্ত্রী


আগরতলা, ৩ জানুয়ারি: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি জনগণকে সব ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে একটি নতুন আগরতলা শহর গড়ে তোলার জন্য কাজ করছে।

                         আজ আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 
                         অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমরা রাস্তাঘাট নির্মাণ করেছি এবং রাস্তাগুলিকে সুন্দর করেছি। ড্রেন নির্মাণের কারণে মানুষ সমস্যায় পড়ছেন, এমনকি বাড়িঘরেও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আমরা যখন কিছু নির্মাণ করি তখন আমাদেরও সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু একবার এটি সম্পন্ন হয়ে গেলে সেটা অনেক কাজে লাগবে এবং কোনো সমস্যা সৃষ্টি হবে না। আমরা একটি রিং রোড ও মাল্টি লেভেল কার পার্কিং নির্মাণ করছি। গুর্খাবস্তিতে সর্বোচ্চ বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, যেখানে সমস্ত ডিরেক্টরেট নিয়ে যাওয়া হবে। আমরা পরিকাঠামো উন্নয়নের সাথে একটি নতুন আগরতলা এবং একটি নতুন ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে কাজ করছি।
                           মুখ্যমন্ত্রী বলেন, সকলের বিজ্ঞানকে অবহেলা করা উচিত নয়। শীতকালে রক্তচাপ এবং সঠিক রক্ত সঞ্চালন বজায় রাখতে আমাদের অবশ্যই গরম জল পান করতে হবে। এসব বিষয়ে সচেতনতা প্রয়োজন। আমরা ৮ টাউন বড়দোয়ালী বাসিন্দাদের সহ জনগনকে সমস্ত প্রয়োজনীয় সুবিধা দেওয়ার জন্য কাজ করছি। সময় কারও জন্য অপেক্ষা করবে না, তবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। কাজের কোন বিকল্প নেই। আপনি যদি সঠিকভাবে এবং আন্তরিকভাবে কাজ করেন তবে মানুষ আপনাকে কখনই ভুলবে না। রক্তদানের চাইতে মহৎ কাজ কিছু হয় না। আমাদের কাজকে গুরুত্ব দিতে হবে। মানুষ সহজে লিভার বা কিডনি দান করতে পারে না। এরমধ্যেও রক্ত ছাড়া কিছুই সম্ভব নয়।

                      মুখ্যমন্ত্রী বলেন, রক্ত খুবই গুরুত্বপূর্ণ এবং এর কোনো ধর্ম নেই। নারী, পুরুষ, শিশু বা ৬০ বছর বয়সী মানুষের রক্ত একই, আমরা সবাই এক এবং আমরা মানুষ। যারা রক্ত দেন তারা জানেন না যে কোথায় এবং কার জন্য এই রক্ত ব্যবহার করা হবে। পজেটিভ ও নেগেটিভ গ্রুপ সহ রক্তের আটটি গ্রুপ রয়েছে। রক্তদান মানবদেহের জন্য উপকারী এবং সমাজে একটি বিশেষ বার্তাও দেয়। জরুরী প্রয়োজনে আমাদের অবশ্যই রক্ত মজুতের প্রয়োজন রয়েছে। 

                       অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর অলক রায়, সমাজসেবী শ্যামল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ