Advertisement

Responsive Advertisement

কিল্লা কৃষি মহকুমায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ




আগরতলা, ৫ জানুয়ারি: গোমতী জেলার কিল্লা কৃষি মহকুমার উদ্যোগে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে অত্যাধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়। কিল্লা কৃষি মহকুমা অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসি চেয়ারম্যান বাগানহরি মলসুম, গোমতী জেলা কৃষি উপ-অধিকর্তা সুপ্রতীম চাকমা, কিল্লা কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক শুভেন্দু মজুমদার, বিশিষ্ট সমাজসেবক অমর জমাতিয়া সহ প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কিল্লা কৃষি মহকুমার অন্তর্গত মোট ১৫৯ জন উপভোক্তা কৃষকের হাতে পাওয়ার টিলার, মিনি পাওয়ার টিলার, স্প্রে মেশিনসহ একাধিক আধুনিক কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত অতিথি ও কৃষি দপ্তরের আধিকারিকরা নিজ নিজ হাতে কৃষকদের মধ্যে এই সামগ্রী বিতরণ করেন।
বক্তারা জানান, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ফলে কৃষিকাজে সময় ও শ্রমের সাশ্রয় হবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
কৃষি দপ্তরের আধিকারিকরা জানান, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে Sub-Mission on Agricultural Mechanization (SMAM) প্রকল্পের আওতায় এই কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে কৃষিতে আধুনিকীকরণ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এই উদ্যোগের প্রতি তাঁদের আগ্রহ ও উৎসাহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ