Advertisement

Responsive Advertisement

ত্রিপুরার চা উন্নয়ন নিগমের উদ্যোগে হবে রান ফর টি ও ক্রস কান্ট্রি





আগরতলা, ১৫ ডিসেম্বর : রাজ্যের উৎপাদিত চায়ের গুণমান সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করার লক্ষ্যে ১৭ ডিসেম্বর রাজধানীতে রান ফর টি অনুষ্ঠিত হবে।এবছর এর সাথে যুক্ত হবে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। এদিন সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান সমীর ঘোষ এই সংবাদ জানিয়েছেন।
অন্যান্য বছরের মতো এবারও রান ফর টি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন। আগামী ১৭ ডিসেম্বর এই রান ফর টি অনুষ্ঠিত হবে। ভারতীয় চা নিগম এবং টিটিডিসি যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে।১৭ডিসেম্বর সকাল সাড়ে ছয়টায় রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে শুরু হবে এই রান ফর টি। এবছর এর সাথে তিন কিলোমিটার ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন। 
সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টিটিডিসি'র চেয়ারম্যান সমীর ঘোষ ।তিনি জানান, এইরান ফর টি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য আধিকারিকরা।
সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান সমীর ঘোষ আরো জানান, রান ফর টি এর সাথে এ বছর ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা এবং ২ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় প্রথম ১০ জনকে সান্তনা পুরস্কার প্রদান করা হবে। এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান সমীর ঘোষ। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমডি সুব্রত দাস ও সহকারী এমডি কিশোর দত্ত উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ