Advertisement

Responsive Advertisement

হ্যান্ডিক্রাফটস আর্টিস্টস এসোসিয়েশনের উদ্যোগে সর্বভারতীয় হস্তকারুশিল্প সপ্তাহ উদযাপিত



আগরতলা, ১১ ডিসেম্বর:  বৃহস্পতিবার আগরতলার জ্যাকসন গেইট স্থিত মহারাণী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন উজ্জয়ন্ত মার্কেটের ত্রিতলে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কনফারেন্স হলে রাজ্যের কারুশিল্পী ভিত্তিক সংগঠন হ্যান্ডিক্রাফটস আর্টিস্টস এসোসিয়েশনের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট কারুশিল্পীদের উপস্থিতিতে সর্বভারতীয় হস্তকারুশিল্প সপ্তাহ উদযাপন-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন আগরতলা পৌর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলংকৃত করেন আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত ও রাজ্যের বিশিষ্ট শ্রমিক শিক্ষক কর্মচারী নেতৃত্ব ও সমাজ কর্মী তথা ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়। সম্মানিত অতিথি ও প্রধান বক্তার আসন অলংকৃত করেন যথাক্রমে রাজ্যের স্বনামধন্য প্রবীন কারুশিল্পী সুবোধ চন্দ্র রায় ও বিশিষ্ট কারুশিল্পী, শিল্প সাহিত্য সংস্কৃি সংস্কৃতি ও সমাজ কর্মী সুভাষ সূত্রধর। হ্যান্ডিক্রাফটস আর্টিস্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত রাজ্যের বিশিষ্ট কারুশিল্পী প্রদীপ কুমার রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত ভাষণ রাখেন হ্যান্ডিক্রাফটস আর্টিস্টস এসোসিয়েশনের সহ-সভাপতি তথা কারুশিল্প ক্ষেত্রে জাতীয় পুরস্কার প্রাপ্ত কারুশিল্পী  তপন দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, সম্মানিত অতিথি ও প্রধান বক্তা রাজ্যের স্বনামধন্য প্রবীন কারুশিল্পী সুবোধ চন্দ্র রায় ও বিশিষ্ট কারুশিল্পী, শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমাজ কর্মী সুভাষ সূত্রধর রাজ্যের কারুশিল্পের ইতিহাস ও কারুশিল্পের সামগ্রীক উন্নয়নের প্রেক্ষাপটে বিস্তরিত বক্তব্য রাখেন এবং সকলে এসোসিয়েশনের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি অতিথিগণ সর্বভারতীয় হস্তকারুশিল্প সপ্তাহ উপলক্ষ্যে রাজ্যের সর্বস্তরের কারুশিল্পীদের প্রীতি শুভেছা ও অভিনন্দন জানান। সভায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন এসোসিয়েশনের রাজ্য সভাপতি প্রদীপ কুমার রায়। অদ্যকার অনুষ্ঠানের সার্বিক সফলতায় এসোসিয়েশনের পশ্চিম জেলা কমিটির সভাপতি সঞ্জয় দাস, কার্যকরী সভাপতি রাকেশ মন্ডল, সম্পাদক কাজল সূত্রধর ও রাজ্য সহ-সভাপতি দিলীপ দাস -সাধারণ সম্পাদক রাজীব ভৌমিক, কোষাধক্ষ্য উৎপল দাস সহ রাজ্য কমিটি ও পশ্চিম জেলা কমিটির সকল পদাধিকারী ও সদস্য-সদস্যাগণ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি সমেত কারুশিল্পীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ