আগরতলা, ২ নভেম্বর : ভারতের বর্তমান সরকার এবং ত্রিপুরা সরকার নেশা মুক্ত দেশ এবং রাজ্য গড়ার কথা বলছে, অথচ এই সরকার পরিচালিত ইন্ডিয়ান রেলে করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে। তার এক জ্বলন্ত উদাহরণ হল গত ১৫ অক্টোবর আগরতলার পার্শ্ববর্তী জিরানিয়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়। এই পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে শাসক দলের একাংশ নেতা কর্মী। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। এই অভিযোগ কে সামনে রেখে রবিবার রাজধানী আগরতলায় ত্রিপুরা প্রদেশ যুবক কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্বে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয় কিভাবে সরকারি ট্রেনে করে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছাচ্ছে। নেশা কারবারের সঙ্গে যুক্তদের তদন্ত করে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা এবং প্রদেশ মহিলা কংগ্রেসের সবার নেত্রী সর্বানির ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে নেতাকর্মীরা রাজধানী আগরতলার পোস্ট অফিসের সামনের এসে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান এবং কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন। 
এই সময় যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সকলে জানি ১৫ অক্টোবর রাজ্যের ইতিহাসে কালো দিন। কারণ এই দিনে প্রেমে করে বহির রাজ্য থেকে দুই বগি ভর্তি করে নিষিদ্ধ নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করেছিল। কিন্তু এখন পর্যন্ত এই নেশাপ পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অথচ সরকার নেশা মুক্ত দেশ এবং রাজ্য করার অঙ্গীকার করেছে তাদের সময় সবচেয়ে বেশি নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করছে এবং অন্যান্য রাজ্যে পেরিয়ে যাচ্ছে। এই কাজের জন্য রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করছেন এর সাত পাচারকারীরা। 
 নীলকমল সাহা আরো অভিযোগ করেন, প্রদেশ যুব মোর্চার নেতারা বিভিন্ন সময় বাইক রেলি মিছিল করে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কথা বলেছিলেন, কিন্তু এই ঘটনার পর তারা কোন শব্দ করেননি চুপচাপ আছেন। এই সকল নেতৃত্বের কিছু কিছু অংশ এমন নেশা সামগ্রী পাচারের সঙ্গে জড়িত বলেও তিনি গুরুতর অভিযোগ করেন। সেই সঙ্গে জানিয়ে দেন কেন্দ্রীয় রেলমন্ত্রীকে তারা ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন এই ঘটনার জবাব দেওয়ার জন্য। যদি কেন্দ্র সরকার জবাব না দেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়ে রাখেন এদিন। 
0 মন্তব্যসমূহ