আগরতলা, ১৪ অক্টোবর : ললিত কলা একাডেমির আগরতলা কেন্দ্র রাজ্যের বিশিষ্ট শিল্পী পদ্মিনী চক্রবর্তীর স্মরণে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করে। নজরুল কলাক্ষেত্রের সামনে ললিত কলা একাডেমী প্রাঙ্গনে নৃত্যরতা ভাস্কর্যের সামনে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমস্ত অংশের শিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রাজ্যের এই গুণী শিল্পী। এই ভাস্কর্যগুলি সত্তরের দশকের শেষের দিকে পদ্মিনী চক্রবর্তীকে মডেল হিসেবে দেখে রাজ্যের বিখ্যাত ভাস্কর বিপুল কান্তি সাহা লাইভ বানিয়েছিলেন।একসময় পুরনো রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পুরনো প্রেক্ষাগৃহে ঢুকতে ভাস্কর্যগুলি দু'পাশে দেখা যেত।
রবীন্দ্রভবন ভাঙার পর বর্তমানে কয়েক বছর আগে নতুনভাবে নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমী এবং ত্রিপুরা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এগুলি পুনরায় প্রতিস্থাপিত করা হয়। এদিনের আবেগঘন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ললিত কলা একাডেমী বোর্ড মেম্বার চিত্রশিল্পী সুমন মজুমদার, চিত্রশিল্পী অপরেশ পাল, নৃত্যশিল্পী অর্পিতা রায় প্রমুখ।
0 মন্তব্যসমূহ