আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সমাজের প্রত্যেককে ড্রাগস আসক্তি, এইচআইভি ও এইডস এর মতো বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে গণ -আন্দোলন এবং সচেতনতা তৈরির জন্য কাজ করতে হবে। সরকার এসকল বিষয়ে যাবতীয় সহযোগিতা করবে। অর্থনৈতিক, আধ্যাত্মিক সহ বিভিন্ন দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে। একই দিশায় বিকশিত ত্রিপুরা নির্মাণের কাজ করে চলেছি আমরাও।
আজ আগরতলার বনমালীপুরে শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে এই সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রক্তদানের মাধ্যমে আমরা একটি বার্তা ছড়িয়ে দিই এবং স্বেচ্ছায় রক্তদান করার ক্ষেত্রে অন্যকে এগিয়ে আসতে উৎসাহিত করি। কারণ রক্তের কোন বিকল্প নেই। মানব শরীর থেকে শুধু রক্তই নয়, কিডনি, লিভার সহ অনেক অঙ্গ প্রতিস্থাপন করা যেতে পারে। ড্রাগস আসক্তি, এইচআইভি, এইডস ইত্যাদির মতো বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন। সরকার এই বিষয়ে যাবতীয় সহযোগিতা করবে। আমাদের অবশ্যই এই বিষয়গুলি মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আলোচনা করতে হবে। সেই সঙ্গে আমাদের অবশ্যই দেশকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণ, বিশেষ করে দরিদ্র মানুষের উন্নতির জন্য কাজ করছেন। আমাদের এখন লাখপতি দিদি রয়েছেন এবং স্ব সহায়ক দলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আমাদের অবশ্যই এসকল ইতিবাচক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে এবং সরকারের প্রতি আমাদের সহায়তা আরো প্রসারিত করতে হবে। আমাদের অবশ্যই এন্টারপ্রেনারশিপ বিষয়ে প্রচারের জন্য কাজ করতে হবে, কারণ সেখানে অনেক সুযোগ রয়েছে। আমাদের অবশ্যই বদ অভ্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পুরনো সংস্কৃতি ও ইতিহাসকে পুনরুদ্ধার করতে কাজ করছেন। যদি কেউ জীবনে কিছু অর্জন করতে চান তবে তাদের অবশ্যই একটি পরিষ্কার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। মানুষকে অবশ্যই আদর্শের সাথে কাজ করতে হবে এবং এর মাধ্যমে কেউ সত্যি অর্থে নিজেকে খুঁজে পেতে পারেন।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক, আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক দিয়ে আমাদের দেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে। অর্থনীতির দিক দিয়ে এরআগে আমরা একাদশ স্থানে ছিলাম এবং এখন আমরা অর্থনীতির দিক থেকে চতুর্থ স্থানে রয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে সরকার ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত গড়ে তোলার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। প্রতিটি পরিবারের মাথাপিছু আয় উন্নয়নের লক্ষ্যেই কাজ করে চলছে আমাদের সরকার।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ডাঃ সঞ্জয় নাথ, সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
0 মন্তব্যসমূহ