অনুভব
সুচিস্মিতা সোনালী রোদের মতো,
কুয়াশা ভাঙ্গা ভোরের শিশির ছোঁয়া,
এক মুঠো আলো যেন হৃদয়ের মাদকতা।
নামটিতে লুকিয়ে আছে সুরভি আর গান,
সুচিস্মিতা মানেই হাসি—স্বপ্নের দিশারী প্রাণ।
এই হাসিতে গলে যায় দুঃখের কালো মেঘ,
চোখে এনে দেয় আলো, মন খুঁজে পায় মাদকতা।
সুচিস্মিতা—অমল সৌন্দর্যের অদ্ভুত সঙ্গীন।
0 মন্তব্যসমূহ