আগরতলা, ১৪ আগস্ট: বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ মোহনপুর বিধানসভা এলাকায় ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ উপলক্ষে এক বিশাল তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন।
বিজেপি যুব মোর্চা, মোহনপুরের উদ্যোগে আয়োজিত এই বাইক মোহনপুর কামাখ্যা মন্দির প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে কালাগাছিয়া, বিজয়নগর, তারাপুর চৌমুহানি, মণিপুরি চৌমুহানি, সিনেমা হল রোড, দিঘালিয়া হয়ে তুলাবাগান কলোনি ফুটবল ময়দানে এসে সমাপ্ত হয়।
আজকের র্যালিতে দুই হাজারেরও বেশি যুবক বাইকে জাতীয় পতাকা হাতে গর্বের সঙ্গে অংশ নেন।
এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ ঘোষণা করেছিলেন। যুব সমাজকে জানতে হবে— কার স্বার্থে দেশকে বিভক্ত করা হয়েছিল। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আর কেউ দেশকে বিভক্ত করতে না পারে। তাই আজকের এই তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন অনেক মা, সন্তানদের সঙ্গে এখানে এসেছেন। তখন বহু মানুষকে দেশ ছাড়তে হয়েছিল। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আজও একটি অংশ দেশকে বিভক্ত করার স্বপ্ন দেখে। আমরা চাই না সেই ভয়াবহ দিন আবার ফিরে আসুক। যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর তাই এই দিনটি আমরা পালন করছি।
মন্ত্রী উপস্থিত সকলকে শৃঙ্খলাপূর্ণভাবে জাতীয় পতাকা নিয়ে র্যালিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বলেন এটি ঐতিহাসিক বাইক র্যালি হয়ে থাকবে। আমি জানি না, এরকম র্যালি আগে রাজ্যের কোথাও হয়েছে কিনা।
0 মন্তব্যসমূহ