আগরতলা, ৩০ জুলাই: পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনা করে প্রাকৃতিক কৃষিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই কাজ সমান ভাবে গুরুত্বের সঙ্গে করছে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর । এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানী আগরতলা পার্শ্ববর্তী পুরাতন আগরতলা কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম রাধামোহনপুর ভিলেজ কাউন্সিলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান জয়েন্ট ডিরেক্টর ড. উত্তম সাহা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী ভবরঞ্জন দেববর্মা, কার্তিক দেববর্মা, সঞ্জিত দেববর্মা, পুরাতন আগরতলা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের এই কর্মশালায় আশি জন কৃষক অংশ নিয়ে ছিলেন। স্থানীয় এলাকার ১৩০জন কৃষককে নিয়ে ৫০ হেক্টর জমিতে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের ফসলকে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে প্রাকৃতিক কৃষিকে সফল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনকে। প্রাকৃতিক কৃষি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে বাইরের কোন উপাদান ব্যবহার না করে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল ও সবজি উৎপাদন করা হয়। এই কৃষির জন্য খরচ অনেক কম হয়, কৃষকরা আর্থিকভাবে লাভবান হন। রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে আরো ব্যাপকভাবে প্রাকৃতিক কৃষিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলছে।
0 মন্তব্যসমূহ