আগরতলা, ১৬ এপ্রিল : রাজধানীর জিবি বাজার এলাকায় কিছু দিন পর পর বিশেষ অভিযান চালাতে হচ্ছে ট্রাফিক দপ্তরকে। বুধবারও এমনই এক অভিযান চালানো হয়। দেখা যায় বেবসায়ী থেকে যানবাহনের চালক ট্রাফিক আইন মানছেনা অনেকেই।
রাজধানীর জিবি বাজার এলাকায় কিছু দিন পর পর বিশেষ অভিযান চালাচ্ছে ট্রাফিক দপ্তর। অভিযোগ এই বাজার এলাকার একাংশ বেবসায়ী কোনো ভাবেই শুধরাচ্ছেননা। তারা দোকানের পসরা সাজিয়ে রাখছেন ফুটপাথের উপর। একই অবস্থা যানবাহন চালকদেরও। যেখানে খুশি সেখানে পার্কিং করে রাখা হচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। সাধারণ মানুষ ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। তাই জিবি বাজার চত্বর যানজট মুক্ত রাখতে বুধবার ফের একবার ট্রাফিক দপ্তর বিশেষ অভিযান চালায়। দেখাযায় বহু বেবসায়ী দোকানের মাল বাইরে ফুটপাথে সাজিয়ে রেখেছেন। এদিকে অটো কিংবা বাইক চালকরা যেখানে সেখানে পার্কিং করে রেখেছেন। অভিযানে নেমে ট্রাফিক আধিকারিকের কাওকে সতর্ক করে দেন তো কাওকে জরিমানা করেন। অনেকের বিরুদ্ধে আবার মামলা নেওয়া হয়। কিছু কিছু যানবাহন অবৈধ পার্কিং এর ফলে তুলে নিয়ে যেতেও দেখা যায়।
জিবি বাজার এলাকাটি এমনিতেই ব্যস্ততম। এখানে সারা রাজ্য থেকে রোগীরা আসেন। তাই বাজারের বেবসায়ী কিংবা যানবাহন চালকদের মধ্যে যতটা সচেতনতা থাকা দরকার তা নেই বলেই মনে হয়। আইন করে সব কিছু হয়না। যদিনা মানুষের মধ্যে সচেতনতা না আসে। আর এর জন্যেই কিছু দিন পর পর ট্রাফিক দপ্তর কিংবা পুর নিগমকে অভিযান চালাতে হয়। এই ক্ষেত্রে জিবি বাজার বেবসায়ী সমিতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে অভিমত সচেতন নাগরিকদের।
0 মন্তব্যসমূহ