Advertisement

Responsive Advertisement

গৃহহীন প্রাণীদের অন্তিমকাল পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করবে দপ্তর: মন্ত্রী সুধাংশু দাস



আগরতলা, ৬ মার্চ : গৃহহীন প্রাণীদের অন্তিমকাল পর্যন্ত দায়িত্বভার গ্রহন করবে পশুপালন দপ্তর।বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক আলোচনায় এই কথা জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক শম্ভু লাল চাকমা সহ অন্যান্যরা।
গৃহহীন পশু-পাখিদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এর জন্য এনিমেল ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে রাজ্যের ৮টি জেলায় ৮টি বিশেষ টিম তৈরি করা হবে। এই টিম গৃহহীন পশু-পাখিদের অন্তিম সৎকার পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করবে। বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে আয়োজিত এক সেমিনারে আলোচনা করতে গিয়ে একথা বলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী কল্যাণ আইনের উপর রাজ্য স্তরীয় এই সেমিনারের আয়োজন করা হয়। এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক অভিষেক দেবরায় এবং রাজ্যের বিভিন্ন এনজিও'র প্রতিনিধিরা। এদিন আলোচনা করতে গিয়ে মন্ত্রী আরো বলেন, রাজ্যে দুধ এবং দুগ্ধ জাতীয় সামগ্রীর যথেষ্ট চাহিদা রয়েছে। কিন্তু দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে রাজ্য। তাই দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য রাজ্যে ৮টি বড় মাপের দুগ্ধ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। সেই প্রস্তাবে কেন্দ্রীয় সরকার সম্মতি প্রদান করলে আগামী দিনে অন্যান্য ক্ষেত্রের মত দুগ্ধ উৎপাদনেও ত্রিপুরা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। রাজ্যের প্রতিটি জেলায় গোশালা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। এই গোশালা নির্মাণের জন্য ইতিমধ্যেই রাজ্যের তিন থেকে চারটি জেলায় স্থানও নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই সেমিনারের মাধ্যমে সকলকে পশু-পাখিদের প্রতি সদয় হওয়ার বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বহু এনজিও রয়েছে যারা পশু-পাখিদের স্বার্থে কাজ করে থাকে, কিন্তু শুধুমাত্র তাদের প্রচেষ্টায় পশু-পাখিদের সুন্দর জীবন প্রদান করা সম্ভব নয়।এর জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ