Advertisement

Responsive Advertisement

রাশিয়া-ইন্ডিয়া কালচারাল" সোসাইটির উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতা

রাশিয়া-ইন্ডিয়া কালচারাল" সোসাইটির উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতা 
আগরতলা, ২৪ নভেম্বর : ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে কলকাতার " রাশিয়া-ইন্ডিয়া কালচারাল" সোসাইটি। মূলত উভয় দেশের মধ্যে সংস্কৃতি আদান প্রদানের লক্ষ্যে সারা বছর জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার কলকাতার আই সি সি আর সেন্টারে বসে আঁকো অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় মূলত ৫ থেকে ১৮ বছর বয়সী মোট ১৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। মোট ৫টি গ্রুপে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে এদিনই প্রতিটি বিভাগে তিনজন করে মোট ১৫ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সোসাইটির প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর বিমান কুমার ভট্টাচার্য। তিনি আরো বলেন সারা বছর ধরে যেসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন প্রান্তে এগুলির মধ্য থেকে ১০০ টি ছবি বাছাই করে ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনীর আয়োজন করা হয়, পাশাপাশি রাশিয়াতেও একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই সঙ্গে যোগাসহ বছরব্যাপী নানা সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়ে থাকে। ভারতের কাজগুলি যেমন রাশিয়াতে প্রদর্শন করা হয় তেমনি রাশিয়ার কাজ গুলিও ভারতে প্রদর্শন করা হয়। সব মিলিয়ে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন কে মজবুত করার লক্ষ্যে এই কাজ করে চলছে রাশিয়া-ইন্ডিয়া কালচারাল" সোসাইটি। এদিন প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগীদের অভিভাবক মন্ডলীর উৎসাহও ছিল চোখে পড়ার মতো। রাশিয়াতে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনিতে স্থান পাওয়ার জন্য পাশাপাশি আরও বেশ কিছু আলোকচিত্র প্রতিযোগিতায় সাফল্য অর্জন করার জন্য ত্রিপুরার গন্ডাছড়া কলেজের প্রিন্সিপাল ডঃ শ্রীমন্ত রায়কে পুরস্কৃত করা হয় সংস্কার তরফে। এই সময় সংসার অন্যান্য সদস্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ