আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের নিজস্ব উৎপাদিত হস্ততাঁত সামগ্রী ব্যবহারে বিশেষ গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী। এজন্য পূর্বাশায় স্বসহায়ক গ্রুপের মা বোনদের তৈরি সামগ্রী ক্রয় করার আহ্বান রাখেন তিনি।
জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে বুধবার আগরতলার পূর্বাশায় উপস্থিত থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ৭ আগস্ট স্বদেশী আন্দোলনের একটা অংশ। আমরা সবাই জানি জাতির জনক মহাত্মা গান্ধী আজকের দিনেই স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন। একে সামনে রেখেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে আজকের দিনটিকে হস্ততাঁত দিবস হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছিলেন। 'ভোক্যাল ফর লোক্যাল' অর্থাৎ আমাদের উৎপাদিত পণ্য যাতে আমরা ব্যবহার করি। এত বছর ধরে এই রীতি চলে আসছে। আজ জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে আগরতলার পূর্বাশায় আসি। এখানে এসে অনেক কিছু দেখলাম। আগেও কয়েকবার এখানে আসি। আজকের বিশেষ দিনটি বাদেও যাতে অন্যান্য দিনও সবাই পূর্বাশায় এসে হস্ততাঁত সামগ্রী ক্রয় করেন তারজন্য রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে স্বসহায়ক গ্রুপের মা বোন ও সংশ্লিষ্ট সংস্থার উৎপাদিত পণ্য সামগ্রী ক্রয় করার উপর গুরুত্ব আরোপ করেন ডাঃ সাহা। তিনি বলেন, পূর্বাশায় উৎপাদিত হস্ততাঁত সামগ্রীর গুণগত মান খুবই ভালো ও ব্যবহারের সুযোগ্য।
এর পাশাপাশি জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন পূর্বাশা পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মণ সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ। সেখানে নিজস্ব উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী সরেজমিনে চাক্ষুষ করেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ