Advertisement

Responsive Advertisement

উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র ঘুরে দেখলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার

 
আগরতলা, ২৪ জুলাই : আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বুধবার রাজধানীর পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ। উত্তরীয় এবং স্মারক উপহার সরকারি হাইকমিশনকে তুলে দেন ড. ঘোষ। এরপর গোটা গবেষণা কেন্দ্র ঘুরিয়ে দেখান সহকারী হাই কমিশনারকে। গবেষণা কেন্দ্রে বিভিন্ন জাতের ফল সবজি সহ বাগিচা ফসল দেখে, পাশাপাশি টিস্যু কালচার, মাসুম কালচার ল্যাব ইত্যাদি দেখে বিস্ময় প্রকাশ করেন ও এখানে কর্মরত সকল স্তরের আধিকারিক এবং কর্মীদের কাজের প্রশংসা করেন সহকারী হাই কমিশনার। একদিকে যেমন ত্রিপুরা রাজ্য কৃষি সহ উদ্যান গবেষণায় বর্তমানে ব্যাপক উন্নতি লাভ করছে। তেমনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও কৃষি উদ্যান পশু পালন এবং মৎস্য গবেষণায় সারা বিশ্বের সামনে নজির সৃষ্টি করেছে। এই অবস্থায় বাংলাদেশের উভয়ের সুবিধার কথা চিন্তা করে নিজেদের মধ্যে কৃষি গবেষণা বিষয়ক জ্ঞান আদান-প্রদানের বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা করেন দুজনে। সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ আগরতলার সহকারী হাই কমিশন পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশে যাওয়ার ও আমন্ত্রণ জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ