Advertisement

Responsive Advertisement

নেশা মুক্তি কেন্দ্রগুলিতে প্রশাসনের নজরদারির দাবীতে DYFI-র ডেপুটেশন


আগরতলা, ১৩ মে : রাজ্যে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নেশা মুক্তির কেন্দ্র। এগুলির মধ্যে নেই কোনো পরিকাঠামো। নেই সরকারের নজরদারি। এইসব নেশা মুক্তির কেন্দ্রে চলে অকথ্য নির্যাতন। এই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বাং যুব সংগঠন dyfi .সোমবার সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দোল ডেপুটেশন দে nhm এর মিশন ডিরেক্টর রাজীব দত্ত এর কাছে। তাদের দাবি নেশা মুক্তির কেন্দ্রগুলিতে যেন ঠিকভাবে নজরদারি চালানো হয়। নবারুণ অভিযোগ করে বলেন, নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে যুব সমাজকে। এই দিকে বিভিন্ন জায়গায় গড়ে উঠছে নেশা মুক্তির কেন্দ্র। এদের লক্ষ শুধু মোটা অংকের টাকা রোজগার। ভিতরে চলে অকথ্য নির্যাতন। অথচ প্রশাসন নীরব। তাই নেশা মুক্তির কেন্দ্রগুলিতে নজরদারির দাবিতে তাদের এই ডেপুটেশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ