আগরতলা, ২৪ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফল শুক্রবার প্রকাশিত হলো। এদিন দুপুরে রাজধানী আগরতলার গুর্খাবস্তি এলাকার পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান এবছর পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৭দশমিক ৫৪ শতাংশ গত বছরের তুলনায় এক শতাংশ বেশি ছাত্র ছাত্রী পাশ করেছে। তুলনা মূলক ভাবে মেয়েদের ফলাফল ভালো হয়েছে বলেও জানান তিনি। রাজ্যের ৩১০টি স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশের হার ১০০শতাংশ। জেলাভিত্তিক হিসেবে প্রথম স্থানে রয়েছে গোমতী জেলা।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল ২৫ হাজার ৩৫৯জন এর মধ্যে পাশ করেছে ২০ হাজার ৯৫ জন। পাশের হাত ৭৯ দশমিক ২৭শতাংশ। তবে উচ্চমাধ্যমিকে গত বছরের তুলনায় এ বছরের ফল একটু খারাপ হয়েছে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে পর্ষদের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীরা ফলাফল www. tbse.gov.in সহ আরো কয়েকটি ওয়েবসাইট এদেখতে পারবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। পরীক্ষা থেকে শুরু করে ফল প্রকাশ প্রক্রিয়া পর্যন্ত সবকিছু সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার জন্য বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
0 মন্তব্যসমূহ