Advertisement

Responsive Advertisement

মা ঊষা চেরিটেবল ট্রাস্ট'র উদ্যোগে শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত


আগরতলা, ২৮এপ্রিল : রাজধানী আগরতলার বড়দোয়ালী এলাকার মা ঊষা চেরিটেবল ট্রাস্ট'র উদ্যোগে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় অন্বেষা চাইল্ড প্রটেকশন সেন্টারে শিশুদের বিভিন্ন রোগের ট্রেনিং এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার সপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এই শিবিরে মোট ১০৫ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে তাদের প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মা ঊষা চেরিটিবল ট্রাস্টের সম্পাদক ডাক্তার সুশান্ত রায়। 
তিনি বলেন, আগামী দিনেও অনাথ শিশুদের সব হোম গুলিতে বিনামূল্যে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। এই ট্রাস্ট সারা বছর ধরে রাজধানীর আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়ে থাকে। সেই সঙ্গে রক্তচাপ ডায়াবেটিস ইত্যাদি সনাক্তকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়ে থাকে। সাধারণ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে চলছে এই ট্রাস্ট। এমনকি প্রত্যন্ত গ্রামীণ এবং স্বাস্থ শ্রমিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের পাড়ায় গিয়েও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ