Advertisement

Responsive Advertisement

মাছমারাতে বীজু উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা ও ভিড় লক্ষ্য করা যাচ্ছে


অয়ন নাগ, ধর্মনগর, ১৪ এপ্রিল : চাকমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিজু। এই উৎসবকে কেন্দ্র করে সারা বছরের প্রস্তুতি সংঘটিত করে চাকমা জনজাতি অংশের মানুষ। উত্তর জেলার মাছমারা এবং পেঁচারথলে চাকমা জাতিদের আধিক্য পরিলক্ষিত হয়। ১৯৭৪ সালে মাছমারাতে চাকমাদের মহা উৎসব বীজু উৎসব শুরু হয়েছিল। জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম হয় এই উৎসবে। এবার এউৎসবের ৫০ বছর পূর্তি অর্থাৎ গোল্ডেন জুবিলী অনুষ্ঠিত। তাই অন্যান্য বছর এই উৎসব তিনদিনের জন্য সীমাবদ্ধ থাকলেও এ বছর পাঁচ দিন করা হয়েছে মানুষের চাহিদাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলবে সোমবার পর্যন্ত। উদ্যোক্তাদের হিসাব অনুযায়ী শনিবারে এই ভিড় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ ছাড়িয়ে। ৪০টির মতো স্টল বসানো হয়েছে। তাছাড়া মানুষের চাহিদা অনুযায়ী দোকানের সংখ্যা শতাধিক পার হয়ে গেছে। রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষের সমারোহ চাকমা জনজাতিদের মধ্যে মিলনের একটা বিশাল অন্তর মুখে চাহিদাকে স্নিগ্ধ করে দেয়। এই উৎসবকে কেন্দ্র করে এবার একটি চাকমা ভাষায় ম্যাগাজিন প্রকাশিত হয়েছে এই ম্যাগাজিনের এডিটর গৌতম চাকমা সবার সাথে আনন্দ উপভোগ করে নিচ্ছেন বলে জানান। এই বিশাল অনুষ্ঠানে সবাইকে নজর কাটছে অভিমুন্যের এর চক্র। একবার ঢুকলে পা থেকে বের হয়ে আসা খুবই কষ্টকর। শুধুমাত্র বাস আর বুদ্ধির প্রয়োগে এই সুদর্শন অভিমন্যু চক্রটি বানানো হয়েছে। এই চক্রটি দেখতে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবার সমারোহ পরিলক্ষিত হয়। মাছ মারাতে এসে কেউ যদি বীজু উৎসবে যোগদান না হওয়া করে তাহলে তার জীবনে একটা বিশাল বড় ঘাটতি রয়ে গেল বলা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ