Advertisement

Responsive Advertisement

আবারো আগরতলা রেলওয়ে স্টেশনে নেশা সামগ্রীসহ আটক চার যুবক

আগরতলা, ২৯ এপ্রিল: রাজ্যের রেলপথকে এখন নেশা পাচারকারীরা নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে। কিছু ক্ষেত্রে পুলিশ নেশা সামগ্রীসহ পাচারকারীদের আটক করলেও পাচার বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না। আবারো নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিলসহ বিহারের চার যুবক আটক আগরতলা রেলওয়ে স্টেশনে। জি আর পি এবং আর পি এফ বাহিনীর যৌথ অভিযানে নেশা সামগ্রী পাচারকারীদের একটি দলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ৩৪৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ। তারা এগুলি ট্রেনে করে আগরতলা নিয়ে এসে ছিলো। এই নিয়ে আগরতলা রেলওয়ে স্টেশনের জি আর পি থানায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু
হয়েছে। পুলিশ ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান, আগাম খবরের ভিত্তিতে চার জন বিহারের যুবককে কমলাবতী এক্সপ্রেস থেকে নেশা সামগ্রীসহ আটক করা হয়। তাদের ব্যাগ থেকে মোট ৩৪৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার হয়। কালোবাজারে এগুলির মূল্য প্রায় ২লক্ষ টাকা।
তারা কোথা থেকে এই সামগ্রী গুলি নিয়ে এসেছে এবং আগরতলায় তাদের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে। 
তাদের নাম যথাক্রমে ঊমা শঙ্কর সিংহ (৩০), বাড়ী নালন্দা জেলায়। অভিষেক কুমার (২৪), পাটনায়, 
বিজেন্দ্র কুমার (২৫), বাড়ী পাটনায় এবং নিকেশ কুমার (১৯), বাড়ী বৈশালী জেলায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ