Advertisement

Responsive Advertisement

কেন্দ্র রাজ্য ও তিপ্রা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত


আগরতলা, ২ মার্চ : অবশেষে কেন্দ্র রাজ্য ও তিপ্রা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার দিল্লিতে এই ত্রিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিজয় রাঙ্খল, আইপিএফটি নেতা এবং মন্ত্রী শুক্লাচরন নোয়াতিটা সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উল্লেখ রয়েছে ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা, ইত্যাদি সকল সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার করা হবে 
এজন্য একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। ত্রিপাক্ষিক চুক্তিতে তিপ্রামথার পক্ষে স্বাক্ষর করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, অনিমেষ দেববর্মা এবং বিজয় রাঙ্খল। ত্রিপুরা সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন মুখ্য সচিব জে কে সিনহা এবং কেন্দ্র সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন উত্তর পূর্বাঞ্চলের এডিশনাল সেক্রেটারি পীযূষ গুয়েল। চুক্তি স্বাক্ষরের পর তিপ্রামথার তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তিপত্রটি ছড়িয়ে দেওয়া হয় রাজ্যে। এর পরেই বড়মুড়া পাহাড়ে মথা আন্দোলন মঞ্চে বাঁধন ভাঙ্গা খুশির জোয়ার লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ