Advertisement

Responsive Advertisement

স্ট্যাচু অব লিবার্টি

স্ট্যাচু অব লিবার্টি আমেরিকার ইতিহাস ও ঐতিহ্যের সবচেয়ে বড় নিদর্শন বলে মনে করা হয়। এটি লিবার্টাস, রোমান স্বাধীনতার দেবীর একটি মূর্তি। শত বছর ধরে আটলান্টিক সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অব লিবার্টি। আমেরিকাকে ১৮৮৬ সালে এই মূর্তিটি উপহার হিসেবে পাঠায় ফ্রান্স। এর উচ্চতা ৩০৫ ফুট ১ ইঞ্চ। এর মোট ওজন ২২৫ টন বা ৪৫ হাজার পাউন্ড। এটি আমেরিকার সবচেয়ে উঁচু মূর্তি। ফ্রেন্স ভাস্কর অগাস্টাস ব্যর্থ হলো ডিস স্ট্যাচু অব লিবার্টির ডিজাইন করেন। এটি বানাতে ফ্রান্সের খরচ হয় আড়াই লাখ ডলার। মূর্তিটিকে যে স্থাপনার উপর বসাতে হয়েছে তা বানাতেও আমেরিকা খরচ করে ২ লাখ ৭৫ হাজার ডলার। ১৯২৪ সাল পর্যন্ত একে " লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড" নামে ডাকা হতো। তামা দিয়ে এর বাইরের অংশ তৈরি করা হয়। এর ঘনত্ব মাত্র ২.৫ মিলিমিটার। এর অভ্যন্তরীণ কাঠামো ডিজাইন করেন গুস্তাভ আইফেল। প্রচন্ড বাতাসে স্ট্যাচুটি কয়েক ইঞ্চি পর্যন্ত দুলতে থাকে। এর ডান হাতে অর্থাৎ যে হাতটি মশাল ধরে রয়েছে তার ভেতরে ৪২ ফুট লম্বা মই রয়েছে। এই মশালের প্ল্যাটফর্মে দর্শনার্থীদের আগে ওঠার সুবিধা থাকলেও, ওঠা নিষেধ করা হয় ১৯১৬ সাল থেকে। পরিচর্যার জন্য প্রকৌশলীরা মূর্তিটির ডান পায়ের নিচ দিয়ে প্রবেশ করেন। ওটাই এর প্রবেশদ্বার। এমূর্তি যে জুতা পরে রয়েছে তার মাপ ৮৭৯। 
এর মুকুটে যে ৭ টি স্পাইক রয়েছে তা দিয়ে ৭টি মহাদেশ ও ৭টি সমুদ্রকে নির্দেশ করা হয়। বাঁ হাতে ১টি বই টাবুলা আনসাটা। এতে রোমান সংখ্যায় খোদাই করে লেখা আমেরিকার স্বাধীনতার দিনক্ষণ ৪ জুলাই ১৭৭৬ সাল। ডান হাতে উঁচিয়ে ধরা একটি মশাল। তার পায়ের শিকল ভেঙ্গে সে এগিয়ে যায়, যেটা তৎকালীন সময়ের দাস প্রথা রদের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ