Advertisement

Responsive Advertisement

যে দল ক্ষমতায় আসবে না তার সঙ্গে জোট করে লাভ কি? প্রদ্যুৎ


আগরতলা,১৪ মার্চ : বৃহস্পতিবার দিল্লি থেকে আগরতলা ফিরে এসেছেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাথে রাজ্যে আসেন তার বোন তথা পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং। এদিন বিমানবন্দরে মথা সুপ্রিমো এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের প্রচুর সংখ্যক কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দ। পাশাপাশি এদিন একই বিমানে করে আগরতলায় আসেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
বিমানবন্দরে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নের মাঝপথে যাতে কোন বাধার সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই তার বোনকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য প্রার্থী করা হয়েছে। এদিন প্রার্থী কৃর্তি সিং এবং তিপ্রা মথা সুপ্রিমোকে নিয়ে দলের কর্মী-সমর্থকরা বিমানবন্দর থেকে বাইক রেলী করে রাজধানীতে নিয়ে আসেন।
সেই সঙ্গে তিনি আরো বলেন, যে দল ক্ষমতায় আসবে না তার সঙ্গে জোটে গিয়ে লাভ কি? দেশে বিরোধীদল বলতেকেও নেই। বিজেপি দলই ক্ষমতায় আসবে বলে দাবী করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ