Advertisement

Responsive Advertisement

সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ


আগরতলা, ৫ মার্চ : পশ্চিমবঙ্গের সন্দেশখালীর প্রতিবাদ এবার আছড়ে পড়ল উত্তর-পূর্ব ভারতের একেবারে প্রান্তিক রাজ্য ত্রিপুরায়। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের সাথে জঘন্য অপরাধের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি দলীয় কার্যালয়ে ডেকে এনে মহিলাদের সঙ্গে শারীরিক অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ। লজ্জাজনক ঘটনাগুলি সম্পর্কে জানার পরও সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চুপ কেন? এই প্রশ্ন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ কমিটি। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় সংগঠনের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলায়। এদিন রাজধানীর কলেজ টিলা এলাকার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সামনে দেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সবশেষে রাজধানীর রবীন্দ্রসত্ববার্ষিকী ভবনের সামনে এসে তাদের মিছিল শেষ হয় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আরো এক নেতা শাহজাহানের কুশপুতুল দাহ করা হয়। এই ছাত্র সংগঠনের তরফে পশ্চিমবঙ্গের ঘটনার নিন্দা জানানো হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ