আগরতলা, ১২ফেব্রুয়ারী : দীর্ঘ ৫০০ বছরের বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দু অংশের মানুষের দীর্ঘ অপেক্ষা শেষে রাম জন্মভূমি অযোধ্যায় সম্প্রতি শ্রীরাম চন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আন্তরিক চেষ্টার জন্য, বলে দাবি ত্রিপুরা প্রদেশ বিজেপির। তাই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বিজেপির তরফে ধন্যবাদ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সোমবার রাজধানী আগরতলার পোস্ট অফিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ পত্র পাঠানো শুরু হয়েছে। এদিন এই ধন্যবাদপত্র পাঠানোর কর্মসূচি সূচনা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা, সদর শহরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃত্বরা।
প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এদিন যে ধন্যবাদপত্র পাঠানো শুরু হয়েছে তা আরো কিছুদিন চলবে। রাজ্য স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি এবং কার্যকর তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই ধন্যবাদ পত্র পাঠাবেন।
0 মন্তব্যসমূহ