Advertisement

Responsive Advertisement

রবিবার বেলা ১১টায় হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে হবে লংতরাই বসে আঁকো প্রতিযোগিতা


আগরতলা, ১ফেব্রুয়ারী : আগামী ৪ ফেব্রুয়ারী, রবিবার বেলা ১১টায় আগরতলার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে লংতরাই ব্র্যান্ডের উদ্যোগে লংতরাই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলছে। সকাল ১০টায় থেকে রিপোর্টিং/রেজিস্ট্রেশন শুরু হবে। মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা হবে। ক- বিভাগ (০ থেকে ৬ বছর) বিষয় যেমন খুশি আঁকো। খ- বিভাগ (৬+ থেকে ৯ বছর) বিষয় একটি গ্রাম্য পরিবেশ, গ-বিভাগ (৯০ থেকে ১২ বছর) বিষয় একটি সরস্বতী পূজা ও ঘ-বিভাগ (১২+ থেকে ১৪ বছর) বিষয় ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। প্রতিযোগিদের অঙ্কন সরঞ্জাম সঙ্গে আনতে হবে, আর্ট পেপার লংতরাই ব্র্যান্ডের পক্ষ থেকে দেওয়া হবে। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে অভিজ্ঞানপত্র এবং বিজয়ীদের জন্য থাকবে সুদৃশ্য ট্রফি ও শংসাপত্র। সংস্থার পক্ষ থেকে অভিজিৎ দেবনাথ এই সংবাদটি জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ