Advertisement

Responsive Advertisement

প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজ্য জুড়ে আয়োজন করা হবে নারী ন্যায় কর্মসূচি

আগরতলা, ৯ ফেব্রুয়ারী : অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের উদ্যোগে সারা দেশব্যাপী নারী ন্যায় শীর্ষক এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই কর্মসূচিতে শামিল হবে। তার প্রস্তুতি হিসেবে শুক্রবার রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে মহিলা কংগ্রেসের সদস্যারা তাদের এই নারী ন্যায় কর্মসূচির পোস্টার প্রদর্শন করেন। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানিক ঘোষ চক্রবর্তী । তিনি বলেন সারা দেশের সঙ্গেও মহিলা কংগ্রেস রাজ্যের প্রতিটি কোনায় কোনায় এই কর্মসূচি ছড়িয়ে দেবেন । পাশাপাশি নির্যাতিত মহিলাদের পাশে থাকারও অঙ্গীকার করেন এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ