Advertisement

Responsive Advertisement

শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিতে গিয়ে ধর্মনগরের এক বৃদ্ধা ঝলসে গেলেন


ধর্মনগর, ১২ জানুয়ারি : ত্রিপুরা রাজ্য জুড়ে এখন তীব্র শৈত্যপ্রবাহ চলছে। এই পরিস্থিতিতে শীতের কামড় থেকে নিজেকে রক্ষা করতে আগুনের সহায়তা নিতে গিয়ে গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক বৃদ্ধা। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রামপঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে। আহত বৃদ্ধার নাম শ্যামলী ভট্টাচার্য, বয়স প্রায় ৮৫ বছর। 
 তার মেয়ে সংবাদ মাধ্যমকে জানান, প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় তার মেয়ে ঘরের বাইরে আগুন জ্বালিয়ে দেয়। সেখানে বৃদ্ধা আগুনের উত্তাপ নিতে থাকে। মেয়ে ঘরে প্রবেশ করার কিছুক্ষনের মধ্যে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখে তাদের মা কাপড়ে আগুন জ্বলছে। সে তখন আগুন নেভানোর চেষ্টা কররে। চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন। তারা অগ্নি নির্বাপক দপ্তরের খবর দেন।
অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা এসে শ্যামলী ভট্টাচার্যকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বহি:রাজ্যে রেফার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ