Advertisement

Responsive Advertisement

প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে পালিত জাতীয় যুব দিবস


আগরতলা, ১২জানুয়ারি : ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এবছর স্বামী বিবেকানন্দ'র ১৬১ তম জন্ম জয়ন্তী। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ'র জন্ম জয়ন্তী পালন করা হয়। শুক্রবার সকালে রাজধানী আগরতলার প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেবসহ অন্যান্য নেতৃত্বরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রেরণার অপর নাম স্বামীজী। তিনি আমাদের পথপ্রদর্শক। তাঁর চিন্তাভাবনা, বিশ্ব ভাতৃত্ব এবং শান্তির বার্তা আরও বেশি করে আমাদের যুবশক্তির মধ্যে ছড়িয়ে দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ