Advertisement

Responsive Advertisement

৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন

আগরতলা, ২৮ ডিসেম্বর :  নতুন বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। অধিবেশন চলাকালীন সময়ে মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে। অর্থাৎ বিধানসভা চলবে মোট ৫ দিন। অধিবেশনের বিস্তারিত বিষয় স্থির করার জন্য বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি কমিটি তথা BAC এর বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্পিকার বিশ্ব বন্ধু সেন, সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ BAC কমিটির অন্যান্য সদস্যরা। এদিনের এই বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমকে জানান, রাজ্যপালের ভাষণ এর মধ্য দিয়ে বিধানসভা অধিবেশন শুরু হবে। আপাতত মূলত দুটি বিল উত্থাপিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান বৈঠকের শুরুতেই বিধানসভার প্রয়াত সদস্য এবং প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ