Advertisement

Responsive Advertisement

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আগরতলা সহ রাজ্যের বেশ কিছু অংশ

আগরতলা, ২ ডিসেম্বর : শনিবার সকাল ৯.৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আগরতলা থেকে প্রায় ৮০ কিমি দূরে বাংলাদেশের কুমিল্লা এলাকা। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এদিনের এই ভূমিকম্প। কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই আতঙ্কির হয়ে পড়েন। আগরতলা শহরের অনেককেই ঘরের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। অনেকেই নিরাপদ জায়গা হিসেবে ঘরের বাইরে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পেই রাজ্যের বিভিন্ন জায়গায় বহু দালানসহ মাটির ঘরে ফাটল ধরিয়ে দেয়। বিশালগড় এলাকার একাধিক বাসিন্দার ঘরে ফাটল সৃষ্টি হয়েছে। একই ভাবে গন্ডাছড়া এলাকায় বেশ কিছু বাড়ীঘরে ফাটল সৃষ্টি হয়েছে। তবে এদিনের ভূমিকম্পকে ঘিরে রাজ্যের কোথাও বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বা প্রাণ হানির ঘটনা ঘটেনি।
তবে ভূমিকম্পের পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন আফটার শকের কথা চিন্তা করে, সাধারণত ভূমিকম্পের পর আফটার শক হয়ে থাকে। অনেক সময় তার মাত্রা প্রথম কম্পনের তুলনায় বেশী হয়। তবে এদিন আফটার শক অনুভূত হয়নি বলে অনেকের দাবী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ