আগরতলা, ২৪ ডিসেম্বর : রবিবার ২৪ডিসেম্বর রাজ্যের সুপরিচিত গুণী সমাজসেবী সদাহাস্যময় এবং মুখ্যমন্ত্রীর সহযোগী কমল মল্লিকের জন্মদিন। তিনি চাইলেই তারকা খচিত কোন হোটেলে বন্ধুদের নিয়ে পার্টি করতে পারতেন। কিন্তু তিনি তা না করে বছরের ৩৬৪দিনের মত এই দিনটিকেও বেছে নিলেন সমাজ সেবার কাজে। এদিন তিনি তার সহধর্মিনী ও সহকর্মীদের নিয়ে রাজধানীর পার্শ্ববর্তী দুর্গাবাড়ী চা বাগানে গিয়ে শ্রমিকদের কচিকাঁচা ছেলে-মেয়েদের মধ্যে চকলেট, বিস্কুট, দুধ ও কিছু প্রয়োজনীয় সামগ্রী তোলে দেন। কচিকাঁচারাও এইসব পেয়ে খুশী ব্যক্ত করে।
বিশেষ এই দিনের বিশেষ অনুভূতির কথা কমল মল্লিক নিজেই উল্লেখ করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি লিখেছেন- "দুর্গাবাড়ী চা-বাগানের কোমলমতি শিশুদের সঙ্গে কিছু সময় ব্যয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পড়াশোনা থেকে শুরু করে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহুর্তে বন্ধু- বান্ধব, শিক্ষক-শিক্ষিকা আত্মীয় পরিজনদের সহযোগিতা এবং আশির্বাদ সব সময়ই প্রেরণা ও শক্তি জোগায়। সব কিছু সবাইকে ফিরিয়ে দেওয়া যায় না, তাই নিজের সাধ্যের মতো চেষ্টা করি।"
কমল মল্লিককে জন্মদিনে "ত্রিপুরাকানেক্ট" পরিবারের তরফেও জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।