আগরতলা, ১৮ ডিসেম্বর : রাজধানী আগরতলার পার্শবর্তী সূর্যমনিনগর ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রক্ষাকালী মন্দির চুরি কান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর এক চোরকে আটক করলো পুলিশ। ধৃতের নাম ফারুক মিয়া, তার বাড়ী উত্তর জেলার ধর্মনগরের দক্ষিণ কদমতলা এলাকায়। তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আগরতলার আমতলী থানার এক এস আই। তিনি আরো জানান, ফারুক মিয়াকে আদালতে তোলে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। সব মিলিয়ে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৪ জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে এর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে চুরি যাওয়া বেশির ভাগ স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ফারুকের কাছ থেকে দুইটি বাইক উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাতে সূর্যমণিনগর রক্ষা কালী মন্দিরে চোরের দল হানা দিয়ে দেবীমায়ের স্বর্ণের গয়নাসহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেমে কিছু দিন আগে সাগর নম:, নজরুল ইসলাম ও সাগর মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা এখন জেল রিমান্ডে রয়েছে।
0 মন্তব্যসমূহ