Advertisement

Responsive Advertisement

শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠিত যুব উৎসব ২০২৩

শান্তিরবাজার, ২৩ নভেম্বর : দক্ষিণ জেলার বগাফা ব্লক, জোলাইবাড়ী ব্লক ও শান্তির বাজার পৌর পরিষদের যুবক যুবতিদের নিয়ে অনুষ্ঠিত হয় যুব উৎসব। শান্তিরবাজার মহকুমা শাসক ও স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্দ্যোগে বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, এসিস্টেন্ট ডাইরেক্টার স্পোর্টস এন্ড ইয়ুথ এফেয়ার্স  মিহির শীল সহ অন্যান্যরা।
 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সুন্দর একটি উদাহরনের সঙ্গে যুবকদের প্রতি বার্তা প্রদান করেন। মহকুমা শাসক জানান যুব সমাজ নিজেদের সঠিক ভাবে গড়ে তুলতে নিজেরাই বিশেষ ভূমিকা পালন করবে। মহকুমাশাসক জানান সকলে বাজারে গিয়ে যে চিত্র দেখতে পান সেখান থেকে নিজেদের কিভাবে গড়ে তুলা যায় তা নিয়ে সিদ্ধান্ত গ্রহন করবে। বাজারে ব্যাবসায়ী, পুলিশ, সাধারন মানুষ, শ্রমিক সহ বিভিন্ন পদে নিযুক্ত আধিকারিকের সমাগম ঘটে। এইসকল লোকজনদের দেখে যুবক যুবতিদের সিদ্ধান্ত গ্রহন করতে হবে ভবিষ্যতে সে কোন দিশায় চলবে ও কি হতে চায়। মহকুমা শাসকের সুন্দর উদাহরনে অনুষ্ঠানমঞ্চে সকলে মুগ্ধ হয়ে যায়। অপরদিকে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যেগে যুব সমাজকে সঠিক দিশায় চলার জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরকে দিয়ে কি ভাবে নেশা মুক্ত থাকা যায় ও নেশাগ্রস্থহলে কি কি ক্ষতির সন্মুখিন হয় তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন। যুবসমাজকে নেশার করলগ্রাস থেকে মুক্ত রাখা। এই চিন্তা ভাবনাকে সামেনে রেখে যুব উৎসবের কিছু সময় নেশামুক্ত যুবসমাজ গরে তুলতে মহকুমাশাসক প্রয়াস চালিয়ে গেছেন। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে দুইটি ব্লক ও শান্তির বাজার পৌর পরিষদ থেকে আগত যুবক যুবতিদের মধ্যে বিভিন্ন ইভেন্টের  করা হয়। প্রতিযোগীতায় অংশ গ্রনকারীদের মধ্যে স্থানাধিকারীদের আগামীকাল বিলোনীয়ায় জেলাভিত্তিক প্রতিযোগীতা অনুষ্ঠীত করাহবে। অজকের অনুষ্ঠানে উপস্থিত সকলেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ