Advertisement

Responsive Advertisement

প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য'র উপস্থিতিতে বনমালীপুরের ২৩নম্বর ওয়ার্ডে ভাইফোঁটা অনুষ্ঠিত


আগরতলা, ১৮ নভেম্বর : বিজেপির ৯নং বনমালীপুর মন্ডলের অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচাৰ্য। এদিন ওয়ার্ডের দলীয় সহকর্মী বোনেরা সভাপতি রাজীব ভট্টাচাৰ্যসহ অন্যান্য নেতৃত্বর কপালে ফোটা দিয়ে দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
এদিনের কর্মসূচী সম্পর্কে সভাপতি রাজীব ভট্টাচাৰ্য বলেন, সনাতন ধর্মে একটি প্রচলিত একটি প্রথা রয়েছে বোনেরা ভাইয়ের কপালে ফোটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। কালীপূজার পরে ফোটা দেওয়া হয় এবং বড়রা আশীর্বাদ করেন। এই মেলবন্ধন সনাতন ধর্মের এক পরম্পরা। এদিন আগরতলা পুর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের কর্পোরেট মনিমুক্তা ভট্টাচাৰ্যর উদ্যোগে এবং ওয়ার্ডের সমস্ত স্তরের কার্যকর্তা ভাই বোনেরা এদিন এই কর্মসূচিতে সমবেত হয়েছেন। শুধুমাত্র এই ওয়ার্ডই নয় রাজ্যজুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে, বিভিন্ন জায়গায় এখন প্রতিদিনই এই কর্মসূচি হচ্ছে। রাজ্যকে এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যের সরকার এবং সকল স্তরের মানুষ কাজ করছে। বিজেপির বিভিন্ন সংগঠন এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বলে অভিমত ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ