Advertisement

Responsive Advertisement

বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবীতে আগরতলায় সিপিআই(এম) এর ধর্ণা

আগরতলা, ১৬ অক্টোবর : চড়া হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করায় ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা ত্রিপুরার সাধারণ মানুষ। বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে গোটা রাজ্যেই আন্দোলন করে চলছে বিরোধী দলগুলো। বিদ্যুতের মাশুল বৃদ্ধি, বিদ্যুৎ বেসরকারিকরণ ও বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার আগরতলায় গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করে বিরোধী সিপিআই(এম) দল। এদিন রাজধানী আগরতলার ভূতুরিয়া এলাকার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কেন্দ্রীয় অফিসের সামনে কর্মসূচী করে সিপিআই(এম) দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এদিন বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, ধাপে ধাপে বিদ্যুৎ বেসরকারিকরণের লক্ষ্যেই অগ্রসর হচ্ছে জোট সরকার। এখন পর্যন্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকরও করেছে। সর্বশেষ যে দাম বাড়িয়েছে বিদ্যুতের অনেক গ্রাহককে এর চেয়ে বেশি বিল ব্যাপক হারে ধরানো হচ্ছে। ফলে ক্ষোভ আরও বাড়ছে। জনগণের পকেট কেটে বেসরকারি ক্ষেত্রকে মুনাফা লুণ্ঠনের সুযোগ করে দিতেই কেন্দ্রের বিজেপি সরকারের দেখানো পথে হাঁটছে রাজ্যের জোট সরকার। রাজ্যে চড়া হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ফলে গরিব মানুষের নাভিঃশ্বাস উঠছে। পাশাপাশি বিজেপি জোট সরকারের অপশাসনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বেহাল দশা ভুগছেন রাজ্যের মানুষ। আগরতলা শহরসহ রাজ্যের নানা প্রান্তে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে থাকছে। অসহ্য গরমের মধ্যে মানুষের দুরবস্থা অবর্ণনীয়। অথচ সরকার নীরব, নির্বিকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ