Advertisement

Responsive Advertisement

বিলোনিয়ার গাবতলী এলাকায় ১০ফুট লম্বা কিং কোবরা উদ্ধার এলাকা চাঞ্চল্য!

বিলোনিয়া, ৮অক্টোবর : লোকালয়ে দেখা মিললো কিং কোবরা। যদিও বা সচারাচর এদের দেখা পাওয়া মুশকিল ।জঙ্গলে থাকতে পছন্দ করে। হঠাৎ কিং কোবরা দেখে চাঞ্চল্য জনমনে। শনিবার গভীর রাতে ইন্দ্রিরা নগর গ্রাম পঞ্চায়েতের গাবতলী এলাকায় আগমন কিং কোবরার নামক সাপটি । এই খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।খবর দেওয়া হয় পুলিশ , বিএসএফ জওয়ান ও তৃষ্ণা অভয়ারণ্যের কর্মীদের । খবর পেয়ে ছুটে আসে গাবতলী এলাকায়। কিং কোবরাকে ধরার জন্য অনেক চেষ্টা করেও আয়ত্বে আনা যাচ্ছিল না। কাছে যেতেই ফনা তুলে তেড়ে আসে আর এদিক ,ওদিক ছোটাছুটি করছে কিং কোবরা। দীর্ঘ চার ঘন্টারও বেশি সময় ধরে অবশেষে তৃষ্ণা অভয়ারণ্যের জালে ধরা পরে কিং কোবরা। তৃষা অভয়ারণ্যের কর্মীরা জানান এই কিং কোবরার ওজন প্রায় ১৫ কেজিরও বেশি হবে,লম্বা প্রায় ১০ ফুট। উদ্ধার হওয়া কিং কোবরা আজ সকালে তৃষা অভয়ারণ্য নিয়ে ছেড়ে দেওয়া হয় । ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের গাবতলী এলাকায় এত বড় মাপের কিং কোবরা উদ্ধারকে কেন্দ্র করে এলাকা আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পরেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ