আগরতলা, ২সেপ্টেম্বর : ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামী ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ সোনামুড়ার নতুন টাউনহলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল। সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যেসমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তাছাড়াও তিনি নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেছেন। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভায় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশও দেন। সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলাশাসক ডা. বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক তথা ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার জয়ন্ত দে, ২০- বক্সনগর নির্বাচনী কেন্দ্রের রিটার্নিং অফিসার ভাস্বর ভট্টাচার্য, সিপাহীজলা জেলার পুলিশ সুপার বি জে রেড্ডি, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস প্রমুখ। তাছাড়াও এই দুটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের এআরও, নোডাল অফিসার, সেক্টর অফিসার, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিক ও বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণ সভায় উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ