আগরতলা, ২১জুন : যোগা ভারতবর্ষের একটি পরম্পরা। প্রাচীনকালে আমাদের মুনি ঋষিরা যোগার মধ্য দিয়ে নিজেদের সুস্থ রাখতেন। দেশের প্রাচীন এই ঐতিহ্যই আজ সমগ্র বিশ্বে পরিচিতি পেয়েছে। আজ বিশালগড় ব্লকের পূর্ব লক্ষ্মীবিল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিশালগড় রকভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, যোগা মানুষকে সুস্থ ও সবল রাখে। আমাদের প্রত্যেককেই নিজেদের সুস্থ রাখার জন্য প্রতিদিন ৩০ মিনিট যোগা ও প্রাণায়াম করা প্রয়োজন। তিনি বলেন, যোগা ও প্রাণায়ামের মধ্য দিয়েই রোগ প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, বিশালগড় ব্লকের বিডিও অনুরাগ সেন প্রমুখ। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীরা সমবেত যোগা প্রদর্শনীতে অংশ নেয়। তাছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অতিথিগণ যোগা প্রদর্শনীতে অংশ নেন।
0 মন্তব্যসমূহ