Advertisement

Responsive Advertisement

বড়ো হতে চাইনি


**বড়ো হতে চাইনি**

                       ববি সরকার 

সবাই নাকি ছোট থেকেই বড়ো হবার স্বপ্ন দেখেছিল।শুনতে ভারি আবাক লাগলেও আমি কোনোদিন বড়ো হতে চাইনি। পরিবারের বড়ো মেয়ে আমি যেদিন থেকে জানলাম বা বুঝতে শিখেছি সেদিন থেকেই ভেবেছি অনেক দায় দায়িত্ব আমার উপর। বায়না করতে নেই বড়রা বায়না করে না, তাহলে বোন কী শিখবে। দুষ্টুমি করতে নেই তাহলে বোন কী শিখবে?

মা মজা করে বলতেন আগের গরু যেদিকে যায় পাছের গরুও সেই দিকে যায়। অর্থাৎ আমার চাল চলন ,বলন সবকিছু দেখেই তো বোন শিখবে।
নিজে দুষ্টু হলে ওকে দুষ্টুমি করতে বারণ করবো কীভাবে?
বলা যায় শৈশব কে উপভোগ করতে পারিনি শুধুমাত্র আমি যে বড়ো এটা ভেবেই।

তখন মনে হতো এমন কাউকে পেতাম যে আমার থেকে বয়সে বড়ো হবে তার কাঁধে দায়িত্ব দিয়ে আমি আবার ছোট হয়ে যাবো।

পেয়েও গেলাম বিয়ের পর, বিয়ের পর মনে হলো আমি আবার ছোট হয়ে গেছি।পরিবারে বয়সে ননদ,দেওর, বৌদের মধ্যে আমিই ছোট ছিলাম।সবাই খুব আদর যত্ন করতে লাগলো ,বলতে লাগলো আরে ও পারবেনা এতো কিছু। মনে মনে খুশি হলাম।মনে হলো যাক এবার আমি নিশ্চিন্ত।আর কেউ বলবে না বড়োদের অনেক কিছুই সহ্য করতে হয়। বড়োদের সবকিছু পারতে হয়।

সবাই বলে বয়স নয় অভিজ্ঞতাই মানুষ কে ভেতর থেকে বড় করে তোলে।
কিন্তু আমার মনে হয় কাউকে বলে বা শিখিয়ে দায় দায়িত্ব ভার চাপানো যায় না।যে নিজের থেকেই দায়িত্ব নিতে বোঝে সেই আসলে ভেতর থেকে বড়ো হয়ে যায়।

এখন এই বয়সে দাঁড়িয়ে যখন সবার মনে হয় আবার যদি ছোট হতে পারতাম ঠিক তখনই আমার মনে হয় আমি আর শৈশবে ফিরে গিয়ে বড়ো হয়ে উঠতে চাই না।
অন্তরের শিশুটাকে ধরে রাখতে চাই , আর আমার মাথার উপরে সবসময় যেন বড়রা থাকেন 


১২/২/২৩
ববি সরকার 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ