Advertisement

Responsive Advertisement

২০২৩সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট বিলি শুরু করলো পর্ষদ


আগরতলা, ২২ফেব্রুয়ারি: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার পরের দিন অর্থাৎ ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ ইতিমধ্যে সমস্ত ধরণের প্রস্তুতি সেরে নিয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও স্বাভাবিক হয় সেই বিষয়গুলির প্রতি নজর দিতে বিভিন্ন স্কুলগুলিকে বার্তাও পাঠিয়েছেন পর্ষদ। বুধবার মধ্যশিক্ষা পর্ষদের সচিব প্রত্যুষ রঞ্জন দেব সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে শুরু হচ্ছে এডমিট কার্ড বিলির কাজ। বুধবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন বিদ্যালয় গুলিকে এডমিট পাঠানো হয়েছে।ছাত্র-ছাত্রীরা নিজ নিজ বিদ্যালয় থেকে এডমিট সংগ্রহ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ