Advertisement

Responsive Advertisement

অল্পেতে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি পরিবার



আগরতলা, ৯ আগস্ট: বিপদনাশিনী পুজোর প্রসাদ তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে পাইপ লিকেজ হয়ে অল্পেতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি পরিবার। ঘটনা রাজধানীর উত্তর যোগেন্দনগর স্থিত আড়ালিয়া রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়। জানা যায় যে এলাকার সকলে মিলে সেদিন বিপদনাশিনী পূজার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় পূজো খিচুড়ি তৈরি করতে গিয়ে রান্না বসালে গ্যাসের সিলিন্ডারের পাইপ লিক হয়ে বিশাল আগুনের উৎপত্তি হয়। কিছু সময়ের মধ্যেই আগুনে লেলিহান শেখায় ধীরে ধীরে গড়ের আসবাবপত্র থেকে শুরু করে সিলিং পর্যন্ত পৌঁছে যায় আগুন, পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা দেখে খবর দেন দমকল বাহিনীকে কিন্তু দমকল বাহিনী সময় মতন পৌঁছতে পারেনি বলে জানান এলাকাবাসীরা। দমকল বাহিনী আসার পূর্বেই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকজনেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে উনারা জানান যোগেন্দ্রনগর বিদ্যাসাগর চৌমুহনী থেকে সরলা গ্যাস এজেন্সি পর্যন্ত রাস্তার দু'ধারে এলাকার গৃহ নির্মাণের সরঞ্জাম তথা ইট বালু সহ নানান সরঞ্জামাদি রেখে দে রাস্তার দু'পাশে, যার ফলে তারা দ্রুত ছুটে আসতে পারেনি খবর পাওয়া মাত্রই । তবে দমকল বাহিনীদের তরফ থেকে আবেদন করা হয় পুরনিগমকে যেন এই অবৈধ মাল সামগ্রী রাখাকে কেন্দ্র করে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নিগম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ