আগরতলা, ১০ আগস্ট: রাজধানী আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকার অন্যতম সুপরিচিত সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির, বৃক্ষরোপন কর্মসূচি, "এক পেড় মা কি নাম" কর্মসূচি এবং ক্লাবের পূজার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নগর আনুষ্ঠানিক মোড় উন্মোচন কর্মসূচির আয়োজন করা হয় রবিবার। এই কর্মসূচি গুলিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, পর্যটন, পরিবহন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, ১৭ নম্বর কর্পোরেটর শিখা ব্যানার্জি এবং কর্পোরেটর তুষার ভট্টাচার্য, ক্লাবের সভাপতি ডঃ রাজীব ঘোষ, ক্লাবের সাধারণ সম্পাদক শুভদীপ ভট্টাচার্যী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমে মেয়র উপস্থিত হন এই কর্মসূচিতে চারা গাছে জল সিঞ্চন এর মাধ্যমে মেয়র সহ উপস্থিত অতিথিরা শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন। সেই সঙ্গে রক্তদাতা তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিশেষ ব্যাজ পরিয়ে দেন। হেদিনের কর্মসূচি সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদান হচ্ছে মহৎ দান। যারা এধীন রক্তদান করেছেন সারা জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি কর্ম করেছেন। এমন কাজে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন মেয়র। প্রতিবছর এ ধরনের সামাজিক কর্মসূচি আয়োজন করার জন্য ক্লাব কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান।
রবিবার সাপ্তাহিক ছুটির দিন মন্ত্রিসহ অন্যান্য আধিকারীদের কাজের কোন বিরাম নেই তাই এদিনও তাদেরকে কাজ করতে হয়। অনুষ্ঠানসূচি থেকে কিছুটা পরে পৌঁছান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ক্লাবের বিশেষ লোগোর মোড়ক উন্মোচন করেন। পাশাপাশি বৃক্ষ প্রেমী মানুষদের হাতে গাছের চারা তুলে দেন। কথা বলেন রক্তদাতা দের সঙ্গে। এদিনের কর্মসূচি সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের প্রতিজ্ঞা ব্যক্ত করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিবছর এই ক্লাব রক্তদান সহ নানা সামাজিক কর্মসূচির আয়োজন করে তাকে। পরিবেশ রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এক পেড় মা কে নাম কর্মসূচির সূচনা করেন। এই ক্লাব প্রধানমন্ত্রীর কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান। আগামী দিনেও যাতে ক্লাব মানুষের কল্যাণে কাজ করে এই আহ্বান রাখেন। ক্লাব সভাপতি ড রাজীব ঘোষ মন্ত্রীর হাতে উন্নত জাতের দুটি লেবু গাছের চারা উপহার হিসেবে তুলে দেন।
0 মন্তব্যসমূহ